জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গৃহিণীদের জন্য নতুন সামাজিক সহায়তা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় গেলে এই কার্ডের মাধ্যমে দেশের কোটি কোটি পরিবার নিয়মিত আর্থিক বা খাদ্য সহায়তা পাবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বিএনপির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত এক পডকাস্টে এ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন তারেক রহমান।
পডকাস্টে একটি প্রতীকী ফ্যামিলি কার্ড দেখিয়ে তারেক রহমান বলেন, ‘আমার হাতে থাকা এই ছোট্ট কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। এই কার্ডটি দেশের কোটি কোটি মা-বোনের হাতে তুলে দেওয়া হবে।’
তিনি জানান, কার্ডটিতে থাকবে গৃহকর্ত্রীর নাম, একটি ইউনিক নম্বর, মেয়াদ ও স্ক্যানযোগ্য চিহ্ন, যা পরিবারভিত্তিক সামাজিক সহায়তা ব্যবস্থার অংশ হিসেবে কাজ করবে।
চার কোটি পরিবারকে ধাপে ধাপে ফ্যামিলি কার্ডের আওতায় আনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, ‘একবারে সবাইকে দেওয়া সম্ভব নাও হতে পারে। তবে আমাদের চেষ্টা থাকবে ধীরে ধীরে সব পরিবারের কাছে পৌঁছানোর।’
এই কার্ডের মাধ্যমে প্রতি পরিবার মাসে আড়াই হাজার টাকা সহায়তা পাবে, যা নগদ অথবা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনার জন্য ব্যবহার করা যাবে।
ফ্যামিলি কার্ডের সুফল ব্যাখ্যা করে তিনি বলেন, এই সহায়তার ফলে পরিবারগুলো টাকা সঞ্চয় করতে পারবে। সেই সঞ্চয় দিয়ে সন্তানদের খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষায় ব্যয় করা যাবে।
গ্রামীণ নারীরা প্রয়োজনে এই অর্থ ক্ষুদ্র বিনিয়োগেও ব্যবহার করতে পারবেন, যা পরিবারে অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করবে বলেও জানান তিনি।
কার্ড বিতরণ প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশে আনুমানিক চার কোটি পরিবার রয়েছে, যার মধ্যে প্রায় ৭০ শতাংশ গ্রামে এবং ৩০ শতাংশ শহরে বসবাস করে।
তিনি বলেন, ‘আমরা পরিবারভিত্তিকভাবে কাজ শুরু করবো। প্রথমে গ্রাম থেকে, পরে শহরের দরিদ্র, নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত এলাকাগুলোতে কর্মসূচি সম্প্রসারণ করা হবে।’
তারেক রহমান বলেন, ‘এই কার্ড গৃহকর্ত্রীর নামে ইস্যু করা হবে। একজন কৃষকের স্ত্রী যেমন এই কার্ড পাবেন, তেমনি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের স্ত্রীও পাবেন। ভ্যানচালক, ক্ষুদ্র ব্যবসায়ী এমনকি সরকারি কর্মকর্তার স্ত্রীও এই কার্ড পাবেন। তবে যাদের প্রয়োজন নেই, তারা কার্ড ফিরিয়ে দেবেন—এটাই আমাদের প্রত্যাশা।’
এ বিষয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন জানান, নির্বাচন সামনে রেখে পডকাস্টের মাধ্যমে তারেক রহমান দেশের মানুষের সামনে নিজের দর্শন, চিন্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন।
তিনি বলেন, ‘জনগণ আর অবাস্তব প্রতিশ্রুতি চায় না। তারা চায় স্পষ্ট অঙ্গীকার ও বিশ্বাসযোগ্য নেতৃত্ব। পডকাস্টের মাধ্যমে বিএনপির ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পরিবেশ সুরক্ষা, ক্রীড়া ও যুব উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হবে।’