এ সময় হাসানুল হক ইনু প্রিজন ভ্যানের ভেতরে রাখা লোহার বেঞ্চের ওপর দাঁড়ান। প্রিজন ভ্যানের লোহার ফাঁক দিয়ে তিনি তাঁর আত্মীয়স্বজন ও নেতা–কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এ সময় প্রিজন ভ্যানের ভেতরে দাঁড়িয়ে থাকা দুজন পুলিশ সদস্য হাসানুল হক ইনুকে দাঁড়িয়ে না থেকে বেঞ্চে বসার অনুরোধ করেন। ইনুর উদ্দেশে এক পুলিশ সদস্য বলেন, ‘স্যার, আপনি দাঁড়িয়ে থেকে কথা বলতে পারবেন না।’
পুলিশ সদস্যের এ কথা শুনে ইনু বলতে থাকেন, ‘আমি দাঁড়িয়ে থাকব। আমি দাঁড়িয়ে থাকতে পারব না, কথা বলতে পারব না—এটা আইনে নেই। আপনারা আপনাদের কাজ করেন।’
তখন ওই পুলিশ সদস্য ইনুর উদ্দেশে বলেন, ‘স্যার, আপনার নিরাপত্তার জন্য বলছি, আপনি দাঁড়িয়ে থাকবেন না।’