বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, অন্তর্বর্তী সরকার যদি ঠিকভাবে সব চালাতে পারতো, আমাদের সময় বাড়িয়ে দিতে কোনো সমস্যা ছিল না। কিন্তু সরকার না ভেতরে পারছে, না বাইরে। বরং যেসব সিদ্ধান্ত নির্বাচিত সরকারের নেওয়ার কথা, তারা সেগুলো নিচ্ছে।

সোমবার (২৮ জুলাই ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদ আয়োজিত 'জাতীয় সংসদে প্রস্তাবিত উচ্চ কক্ষে প্রবাসীদের প্রতিনিধি নিশ্চিতকরণ' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, এক বছর চলে গেল, এখনো নির্বাচনের কোনো তারিখ নাই, দিকনির্দেশনা নাই। লন্ডনে আমাদের নেতার সঙ্গে বৈঠক করে বলা হয়েছে, নির্বাচন ফেব্রুয়ারিতে। আবার কয়দিন ধরে শুরু হলো, নির্বাচন কবে হবে ঠিক নাই। আবার কয়েকদিন আগে বলা হয়েছে কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তবে সরকারের মধ্যে কেউ কেউ বলছে এরকম কোনো কথা হয়নি। এসব কথা বলে জনগণকে একটা অস্থির সময়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সীমান্তে প্রতিদিন পুশইন হচ্ছে, সরকার কিছু করতে পারছে না। এত ঢাকঢোল পিটিয়েও একটি বিদেশি বিনিয়োগ আসেনি। বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন গার্মেন্টস বন্ধ হলে আমাদের শ্রমিকরা কি করবে?

আবদুস সালাম বলেন, অনেকে এখন বলেন, নির্বাচন দিলে বিএনপি আসবে, এরপর বিএনপি নাকি ফ্যাসিস্ট হয়ে যাবে। এসব কথা কারা বলে? যাদের আজকে নির্বাচনে জয়লাভ করার কোনো সুযোগ নেই। বিএনপির জন্মই হয়েছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য, গণতন্ত্রের জন্য, বাকশালের বিরোধিতা করার জন্য। এ কারণেই বিএনপি আর আওয়ামী লীগ এক না। আজকে যারা এক করতে চান, তারা মূলত আওয়ামী লীগকেই ফিরিয়ে আনতে চান।

চোর-বাটপার-মাফিয়াদের না ধরে শুধু রাজনীতিবিদদের হেয় ও দোষারোপ করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, মানুষের টাকা চুরি করে যারা পাচার করছে, তারা আজ নিরাপদ। বেনজিরের মতো ব্যক্তি কীভাবে বিদেশে পালিয়ে যায়?

আরও পড়ুন

আরও পড়ুন

‘হাসিনাও বাঙালি, ভারত কেন তাকে পুশইন করছে না’

‘হাসিনাও বাঙালি, ভারত কেন তাকে পুশইন করছে না’

তিনি আরও বলেন, সংস্কারের কথা যারা বলেন, তাদের আমি বলবো, সবার আগে চোর ডাকাতদের ধরেন। যারা গরীবদের শোষণ করছে, এরকম কোনো লোককেও ধরা হয় নাই। একজনও চোর, মাফিয়া, গডফাদার ধরা হয়নি। অথচ তারা সব নিয়ন্ত্রণ করছে।

আয়োজক সংগঠনের সভাপতি নেক মোহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন জাতীয় গণফ্রন্টের প্রধান সমন্বয়ক কমরেড টিপু বিশ্বাস, জাতীয় সমাজতান্ত্রিক দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা কাজী মঞ্জুরুল আলম প্রমুখ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews