এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তাই ভোটারদের ভোটকেন্দ্রের সামনে ফজর নামাজ আদায় করে ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমান বলেন, ভোটকেন্দ্রে সকালে গেলে হবে না। সবাই ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করতে হবে। কারণ অনেক ষড়যন্ত্র হচ্ছে এই ভোট নিয়ে। প্রবাসীদের জন্য যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, কীভাবে একটা দল সে ব্যালট পেপার দখল করেছে- দেখেছেন? এই ষড়যন্ত্র দেশের ভেতরেও চলছে। এজন্যই বলছি ফজরের নামজ পড়তে হবে ভোটকেন্দ্রের সামনে। নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন। ধানের শীষে সীল দেবেন।
সরকার গঠন করতে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, নারীদের ফ্যামেলি এবং কৃষকদের কৃষি কার্ড দেয়া হবে। ফ্যামেলি কার্ড দিয়ে নারীদের কাছে আমাদের সহযোগিতা পৌঁছাতে চাই, যেন তারা সংসারটা সুন্দরভাবর চালাতে পারে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সার, বীজ ও কীটনাশক দেয়া হবে।