প্রেমঘটিত ঘটনাকে রাজনৈতিকভাবে নিয়ে বিএনপির বিরুদ্ধে এনসিপি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে।

বুধবার (১৬ এপ্রিল) বিকালে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে প্রতিবাদ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এ প্রতিক্রিয়া জানায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল।

মানববন্ধনে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতারা অভিযোগ করে বলেন, এনসিপিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পুনর্বাসন করা হচ্ছে এবং পাশাপাশি গত সোমবার আনুমানিক রাত ৮টায় রাজধানীর রূপনগরে প্রেম সংক্রান্ত ঝামেলা নিয়ে এনসিপি নেতারা বিশৃঙ্খলা ও হামলা করে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে।

এসময় ছাত্রদলের নেতারা তাদের বক্তব্যে বলেন, মিথ্যা অপপ্রচার চালিয়ে গণমানুষের দল বিএনপির ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। এতে দলটি রাজনৈতিক এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা মনে করি। 

ছাত্রদল নেতারা তাদের বক্তব্যে আরও বলেন, রূপনগরের ছোট্ট একটি ইস্যুকে রাজনৈতিকভাবে নিয়ে এনসিপি রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে ফায়দা হাসিলের চেষ্টা করেছে। তাদের এ অপচেষ্টা জনগণ কখনও সফল হতে দেবে না।

এসময় নেতারা তাদের বক্তব্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনারা যেটা সঠিক সেটা বলুন। বিএনপি'র বিরুদ্ধে কোনও অপপ্রচার করে লাভ হবে না। বিএনপি গণমানুষের জনপ্রিয় একটি রাজনৈতিক দল।

মিছিলে ছাত্রদল নেতাদের হাতে ‘ছাত্রলীগের পুনর্বাসন করছে এনসিপি’— লেখা একাধিক ব্যানার-ফেস্টুন দেখা গেছে। এছাড়াও এনসিপি নেতারা যে ছাত্রলীগের পদধারী ছিল তার সকল তথ্য-উপাত্ত দেখা গিয়েছিল ছাত্রদলের নেতাকর্মীদের হাতে।

মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভে বক্তব্য রাখেন—  ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মো. রবিন খান, সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, সহ-সভাপতি মো. কাওসার খান, সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সম্পাদক শাহরিয়ার মাহমুদ রাফি, জাকারিয়া খান সিজার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল, দফতর সম্পাদক শহীদুল ইসলাম, সহ-দফতর সম্পাদক মো. কাওসার খানসহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন কলেজ ও থানা, ওয়ার্ডের নেতারা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews