লালমনিরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতের এক নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার মধ্য রাতে লালমনিরহাট ব্যাটালিয়ানের দুর্গাপুর বিওপির টহল দল তাকে আটক করে। বিজিবি জানায়, সীমান্ত পিলার ৯২৫/৫-এস হতে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাউয়ারচর এলাকায় টহল দলের সদস্যরা ভারতীয় নাগরিক বিশ্বজিৎ কুমার দাস (২৫)-কে আটক করেন। তিনি পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ার জেলার শিববাড়ী চেচাখাতা গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম অপু দাস। ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি এ তথ্য জানান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews