লালমনিরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতের এক নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার মধ্য রাতে লালমনিরহাট ব্যাটালিয়ানের দুর্গাপুর বিওপির টহল দল তাকে আটক করে। বিজিবি জানায়, সীমান্ত পিলার ৯২৫/৫-এস হতে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাউয়ারচর এলাকায় টহল দলের সদস্যরা ভারতীয় নাগরিক বিশ্বজিৎ কুমার দাস (২৫)-কে আটক করেন। তিনি পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ার জেলার শিববাড়ী চেচাখাতা গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম অপু দাস। ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি এ তথ্য জানান।