পাঁচ দিন আগে যুক্তরাষ্ট্রের ‘প্যালিসেইডস’ দাবানলে সবকিছু হারিয়েছেন মায়া লিবারম্যান। মাথা গোঁজার ঠাঁইও নেই। এ পরিস্থিতিতে বাস করার জন্য একটি বাসা খুঁজে পেতে মরিয়া তিনি। কিন্তু অসাধু বাড়িওয়ালারা এই দুঃসময়ের সুযোগ নিচ্ছেন। তাঁরা বাড়িভাড়া বাড়িয়ে দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন এলাকায় আকাশছোঁয়া বাড়িভাড়ার এমন চিত্র দেখা গেছে।
পেশায় স্টাইলিস্ট ৫০ বছর বয়সী মায়া বলেন, ‘মূল্যবৃদ্ধি চরমে পৌঁছেছে। এটা নোংরা।’ তিনি আরও বলেন, ‘আমরা যাওয়ার জন্য আর কোনো জায়গা পাচ্ছি না।’
গত মঙ্গলবার থেকে ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর। পাঁচ দিনেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পুড়ে গেছে কিলোমিটারের পর কিলোমিটার এলাকা। ধ্বংস হয়েছে প্রায় ১০ হাজার স্থাপনা। এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। শহরের পশ্চিম দিকে সান্তা মোনিকা থেকে মালিবু এলাকা পর্যন্ত জ্বলতে থাকা দাবানল থেকে বাঁচতে এরই মধ্যে দেড় লক্ষাধিক মানুষকে শহরটি ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। দাবানলে মৃত্যুর সংখ্যা ১৬–তে পৌঁছেছে।