ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বকশিপুর এলাকায় মঙ্গলবার রাতে দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। দুই ভাইকে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোনের গোসলের ছবি স্থানীয় এক যুবক ফেসবুক ও টিকটকে ছড়িয়ে দেওয়ার বিচার চাওয়ায় ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটায়।
আহতরা হলেন- বকশিপুর গ্রামের মো. সোহাগ ফকির (২২) ও তার বড় ভাই মো. হাবিব ফকির (৩১)।
হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় বিষয়টি নিয়ে থানায় যেতে সাহস পাচ্ছে না ভুক্তভোগী পরিবারটি। এ ঘটনায় আদালতে মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ দিন আগে মো. সোহাগ ফকিরের বোন খালপাড়ে গোসল করতে গেলে একই গ্রামের বখাটে যুবক মো. রুমান গোপনে তার ছবি ও ভিডিও ধারণ করে। পরবর্তীতে ওই ছবি ও ভিডিও টিকটক ও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার বিষয়টি জানতে পেরে সোহাগ ফকির বখাটে যুবকের পরিবারকে বিষয়টি অবহিত করেন। অভিযুক্ত রুমানের বাবা মো. শহীদকে বিষয়টি জানানো হলে তিনি উল্টো সোহাগের পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দেন। এরপর সোহাগের বাবা মো. ইউনুস ফকির (৫৮) স্থানীয় তাহের মাতুব্বরকে বিষয়টি জানালে তিনি মীমাংসার আশ্বাস দেন। এতে সোহাগের পরিবার বাড়ি ফিরে আসে।
তবে ওই দিন রাতে সোহাগ ফকির ও তার বড় ভাই হাবিব ফকির বকশিপুর প্রাথমিক বিদ্যালয়ের মোড়ে গেলে অভিযুক্ত রুমান, তার বাবা শহীদ, মিলন, মারুফ, হৃদয়, হাসানসহ কয়েকজন সোহাগ ও হাবিবের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দুই ভাই সোহাগ ও হাবিবকে গুরুতর জখম করে। এ ঘটনায় আহতদের পরিবারের পক্ষ হতে মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে মধুখালী থানার পরিদর্শক (ওসি) তাইজুর রহমান বলেন, সকাল থেকে সারা দিন মিটিংয়ে ছিলাম। থানায় গিয়ে বিষয়টি জানাতে পারব।