বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। ঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশসহ আশপাশের এলাকায় ভারি বৃষ্টি হচ্ছে যা বুধবারও অব্যাহত থাকবে। সেইসঙ্গে ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে ঝোড়ো বাতাস বইছে। এমনটি জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশ উপকূলে এটি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। খবর রয়টার্সের।

প্রতিবেদন বলছে, অন্ধ্রপ্রদেশে ছাড়াও ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ু এবং ওড়িশায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উপকূল থেকে সরানো হয়েছে লোকজনকে।

আরও পড়ুন

আরও পড়ুন

তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘মন্থা’, ভারতে ১২ ঘণ্টা তাণ্ডব চালানোর আভাস

তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘মন্থা’, ভারতে ১২ ঘণ্টা তাণ্ডব চালানোর আভাস

ঘূর্ণিঝড়ের জেরে ৩ রাজ্যে শুক্রবার পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন চলাচল।

জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ওড়িশার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। সেইসাথে সম্ভাব্য প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও আশ্বস্ত করেছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews