হংকংকে হারিয়ে এশিয়া কাপে নিজেদের মিশন শুরু করেছে বাংলাদেশ। তবে, এখনো কোনো ম্যাচ খেলেনি শ্রীলঙ্কা। শনিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করবে লঙ্কানরা। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করার কথা জানিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা।

শুক্রবার সংবাদ সম্মেলনে আসালঙ্কা বলেন, আমার মনে হয় আমরা সবাই জানি যে তারা এই মুহূর্তে সত্যিই ভালো করছে এবং আমরা তাদের বিপক্ষে শ্রীলঙ্কায় সিরিজ হেরেছি। আমি মনে করি সিরিজ হারলেও আমরা এখন পর্যন্ত ভালো ক্রিকেট খেলেছি। আমরা কেবল আমাদের মূল বিষয়গুলো ও পরিকল্পনাগুলো সঠিকভাবে অনুসরণ করতে এবং ভালোভাবে কার্যকর করতে চাই।

শ্রীলঙ্কা-বাংলাদেশের ম্যাচ মানেই এখন অন্যরকম উত্তেজনা। আসালঙ্কা বলেন, আমি আসলে মনে করি ভক্তদের জন্য এটি একটি রাইভালরি এবং আমাদের খেলোয়াড়দের জন্য ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই। আমরা শুধু বাংলাদেশকে নয়, অন্যান্য দেশগুলোকেও ভালো খেলা উপহার দিতে চাই।

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি মনে করি হ্যাঁ, (রাইভালরি) কিছুটা অনুপ্রেরণা দেয়। তবে একই সাথে আমি মনে করি এটি আমাদের জন্য কেবল একটি খেলা এবং আমরা কেবল আমাদের মূল বিষয় ও পরিকল্পনাগুলো সঠিকভাবে অনুসরণ করি।

এশিয়া কাপ দিয়ে লম্বা বিরতির পর শ্রীলঙ্কা দলে ফিরেছেন তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার প্রসঙ্গে লঙ্কান অধিনায়ক বলেন, অবশ্যই এটি আমাদের জন্য সত্যিই একটি খুব ভালো বিষয়। আমি মনে করি সে আমাদের সাদা বলের ফরম্যাটের অন্যতম সুপারস্টার। তাই একজন অধিনায়ক হিসেবে আমি মনে করি ওয়ানিন্দুকে দলে পাওয়াটা সত্যিই খুব ভালো।

বিডি প্রতিদিন/কেএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews