বলিউডের আলোচিত প্রেম হচ্ছে অমিতাভ বচ্চন এবং রেখার সম্পর্ক। এক সময় ব্যাপক আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল এই জুটির সম্পর্ক। সেই সময় অমিতাভ এবং জয়া বিবাহিত ছিলেন। 

কিন্তু চলচ্চিত্রের সেটে বারবার দেখা করার ফলে নাকি অমিতাভ এবং রেখার মধ্যে বন্ধুত্বের চেয়ে অনেক গভীর সম্পর্ক তৈরি হয়ে ওঠে। তবে দুজনেই তাদের সম্পর্কের বিষয়ে কখনও কিছু বলেননি। 

বলিউডের দুই তারকা অভিনেত্রী জয়া বচ্চন এবং রেখা। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও হাত পাকিয়েছেন তারা। অভিনয় থেকে দূরে থাকলেও তাদের বিলাসবহুল জীবনযাপনে কোনো কমতি নেই। 

বলিউডের চিরসবুজ অভিনেত্রী রেখা ২০০টিরও বেশি ছবিতে কাজ করে তার দক্ষতা প্রমাণ করেছেন।বর্তমানে খুব একটা পর্দার সামনে আসেন না রেখা। কাজ করাও অনেক কমিয়ে দিয়েছেন। মাঝে মধ্যে রিয়ালিটি শোয়ে বিশেষ অতিথি হিসেবে দেখা যায় তাকে। তবে এখনও বিলাসবহুল জীবনযাত্রা কাটান রেখা। 

২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন রেখা। বর্তমানে প্রায় ৩৩২ কোটি ভারতীয় রুপির সম্পত্তির মালিক তিনি।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মুম্বাইয়ের ‘বাসেরা’ নামের একটি বাংলোয় থাকেন রেখা, যার দাম ১০০ কোটি ভারতীয় রুপি।

 প্রবীণ এই অভিনেত্রীর পছন্দের গাড়িও বেশ বিলাসবহুল। ল্যান্ড রোভার ডিসকভারি, বিএমডব্লিউ ৩, মিৎসুবিশি আউটল্যান্ডার এবং টাটা নেক্সার মতো গাড়ি রয়েছে রেখার গ্যারেজে।

জয়া বচ্চনের সম্পদ

অন্যদিকে বলিউড সম্রাট অমিতাভ বচ্চনের স্ত্রী অভিনেত্রী ও সংসদ সদস্য জয়া বচ্চনের সম্পত্তি রেখার চেয়ে কোনো অংশে কম নয়।

রেখার মতো অভিনেত্রী জয়া বচ্চনও বিলাসবহুল জীবনের পাশাপাশি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক।জয়া বচ্চনের মালিকানাধীন প্রায় ১২টি বিলাসবহুল গাড়ি রয়েছে।আর তিনি বচ্চন পরিবারের সঙ্গে জুহুর বাংলো ‘সভা’তে থাকেন, যার মূল্য ১২০ কোটি ভারতীয় রুপিরও বেশি বলে জানা গেছে।

রাজ্যসভা নির্বাচনের সময় জয়া বচ্চনের দেওয়া হলফনামায় বলা হয়েছিল, তার নামে প্রায় ২০০ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে।জয়া বচ্চন তার এবং অমিতাভ বচ্চনের মোট সম্পদের পরিমাণ ১০০০ কোটি টাকার বেশি বলে জানিয়েছিলেন।

দুই অভিনেত্রীর মধ্যে কে বেশি ধনী?

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রেখা ও জয়া বচ্চনের মধ্যে কার সম্পত্তির মূল্য বেশি তা অনুমান করা খুব কঠিন কিছু নয়।

পরিসংখ্যান বলছে, এককভাবে হিসাব করলে জয়া বচ্চনের চেয়ে প্রায় বেশি সম্পত্তির মালিক রেখা। 

তবে জয়া ও অমিতাভ বচ্চনের মোট সম্পত্তির পর্যালোচনা করলে এই দুই অভিনেতার সম্মিলিত সম্পত্তি রেখার সম্পদকে কয়েক গুণ ছাড়িয়ে যায়।  



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews