জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিগত ১৬ বছরে উন্নয়নের গল্প শুনতে শুনতে মনে হয়েছিল, আমরা আর বাংলাদেশে নেই, মঙ্গলগ্রহে বাস করছি। এই উন্নয়ন কোথায়?  

রবিবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর শহীদ মিনারে ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং প্রোক্লামেশন অব জুলাই রেভলিউশনের জন-আকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে গণসমাবেশে ও জুলাই ঘোষণার লিফলেট বিতরণ এবং চা শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, শেখ হাসিনার চোখ কি গোপালগঞ্জ থেকে কমলগঞ্জ আসেনি, টুঙ্গীপাড়া থেকে চা শ্রমিকরা যে পাড়ায় থাকে সেই পাড়াগুলোতে আসেনি। উন্নয়ন হয়েছে শুধু শেখ পরিবারের। আর অল্প কিছু মানুষের। তারা ইউরোপ, আমেরিকা, কানাডায় শত শত গাড়ি-বাড়ি করে রেখেছে।

তিনি বলেন, এনটিসির চেয়ারম্যানও ছিলেন শেখ কবির। এই শেখ ও শেখের বেটিরা যদি সব লুটে-পুটে খায়, তাহলে চা শ্রমিকরা কি খাবে? চা শ্রমিক মা-বোনদের মুখের দিকে চাওয়া যাচ্ছে না। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কি একটা অবস্থা হয়ে আছে। বাগানে এখনো শত বছর আগের দাস প্রথা রয়ে গেছে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলাই ভ্যালির সভাপতি ধনা বাউরির সভাপতিত্বে কুরমা চা বাগান মাঠে অনুষ্ঠিত চা শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রীতম দাশ। এছাড়া জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারজিস আলম আরও বলেন, যারা বাংলাদেশের মানুষকে দেশ এবং দেশের বাইরে থেকে শোষণ করতে করতো, সেই শোষণ তাদের রক্তে জমে গেছে, তারা কিন্তু আর ভালো রক্তে ফিরে যেতে পারবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে।  

তিনি বলেন, বাংলাদেশ এখনও অনেক কিছুর জন্য ভারতের ওপর নির্ভরশীল। এতদিন এটা বাধ্যতামূলক করে রাখা হয়েছিল। আজকে ওই দিকের কয়েকজন মন্ত্রী বলেন, ‘আমরা আর এটা-ওটা বাংলাদেশে পাঠাবো না।’ তাদের কথা শুনে মনে হয়, তারা আমাদের ফ্রি দেন। 

সারজিস আলম বলেন, এখন বাণিজ্য কমে যাওয়ায় তাদের টাকা কমে গেছে। তাই তারা আবার ব্যবসা করার কথা বলছে। আমাদের কথা হচ্ছে, কোনো অন্যায় যদি কোনো মালিক করে, আমরা তা মানবো না। আবার দেশের বা দেশের বাইরেরও যদি কেউ করে, তাহলেও এটা আমরা হতে দেব না। তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে লক্ষ্য নিয়ে আমরা এই আন্দোলন শুরু করেছি, সবার ঐক্যবদ্ধ থাকলে আমরা বিজয়ী হবোই।

বিডিপ্রতিদিন/কবিরুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews