আন্তর্জাতিক উইন্ডোর পর ইউরোপীয় ক্লাব ফুটবল আবারও মাঠে ফিরছে। লা লিগা, প্রিমিয়ার লিগ, সিরি আ', এবং বুন্দেসলিগায় বিগ ম্যাচের মধ্য দিয়ে নতুন মৌসুমের উত্তেজনা শুরু হতে যাচ্ছে। ফুটবলপ্রেমীরা রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, ইন্টার মিলান ও বায়ার্ন মিউনিখের পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

সেপ্টেম্বরের এই সপ্তাহে বড় বড় ইউরোপীয় ক্লাবের ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। স্যাটারডে রাত সোয়া ৮টায় লা লিগার রিয়াল মাদ্রিদ মাঠে নামবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। এর আগে বিকেল সাড়ে ৫টায় আর্সেনাল নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে। রাত ১০টায় সিরি আ'-র হাইভোল্টেজ ম্যাচে ইন্টার মিলান ও জুভেন্টাস মুখোমুখি হবে। একই সময় বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ হামবুর্গের বিপক্ষে মাঠে নামবে। নতুন মৌসুমে গতবারের হতাশা ঘোচানোর জন্য এই জায়ান্টরা সেরাটা দেখাতে চাইবে।

রিয়াল মাদ্রিদ তিন ম্যাচে টেবিলের শীর্ষে রয়েছে। ওসাসুনা, রিয়াল ওভিয়েদো এবং মায়োর্কাকে হারিয়েছে তারা। শাবির অধীনে দলের একাদশে বেলিংহ্যাম, মেন্ডি, কামাভিঙ্গা, এন্দ্রিকরা নেই। তবে এমবাপ্পে, ভিনিসিউস এবং আর্নল্ডরা শুরুর একাদশে থাকবেন। শাবি অপরিবর্তিত একাদশই মাঠে নামাতে পারেন, এবং রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বড় জয়ই কাম্য।

ইপিএলে আর্সেনালও বড় জয় পেতে চায়। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে আক্রমণভাগ নিয়ে পুরোপুরি স্বস্তি নেই গানার্সের। জেসুস, হেভার্টজ, সাকারার ইনজুরি থাকায়, মার্তিনেল্লির অফফর্মে শুরুর একাদশে এজেকে দেখা যেতে পারে। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আর্সেনাল লিভারপুলের পেছনে তৃতীয় স্থানে রয়েছে।

সিরি আ'-তে ইন্টার মিলান ও জুভেন্টাসের লড়াইতে উত্তেজনা তীব্র। ইন্টার মৌসুমের শুরুতেই ১ ম্যাচ হেরে ব্যাকফুটে। তুরিনে সবশেষ ১১ লিগ ম্যাচে মাত্র ১টায় জিতেছে তারা। জুভেন্টাস নতুন মৌসুমে টানা ২ জয় নিয়ে আত্মবিশ্বাসী।

বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ হামবুর্গ। সবশেষ ১৬ বছরে হামবুর্গের বিপক্ষে হারেনি মিউনিখ। মুসিয়ালা ও ডেভিস মাঠের বাইরে থাকলেও, কেইন ও দিয়াজরা ছন্দে থাকায় টেবিল টপারদের জন্য সমস্যা হওয়ার কথা নয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews