বারভিডার সহসভাপতি ও ট্রাস্ট অটোর স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বলেন, এসইউভি গাড়ির মধ্যে এই গাড়ির দাম কম। দূরে পরিবার নিয়ে ভ্রমণেও এই গাড়ির চাহিদা বেশি। শহরে এই গাড়ির মাইলেজ ১৫ কিলোমিটারের বেশি। তাই খরচ সহনশীল হওয়ায় অনেকেই এই গাড়ি পছন্দ করছেন।

রাজধানীর বারিধারার প্রগতি সরণি এলাকায় রিকন্ডিশন্ড গাড়ি বিক্রি করে ‘স্কাই ট্রি’। প্রতিষ্ঠানটির তথ্য বলছে, ২০২৩ সালে এই বিক্রয়কেন্দ্র থেকে টয়োটা ব্র্যান্ডের ৮০টি করোলা ক্রস গাড়ি বিক্রি হয়েছিল। ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১০০টি। চলতি বছরে অক্টোবর মাস পর্যন্ত বিক্রি হয়েছে ১১০টি। এখন বিক্রির জন্য আরও ৩৪টি গাড়ি রয়েছে।

স্কাই ট্রি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মশিউর রহমান বলেন, আগামী এক মাসের মধ্যে এই গাড়িগুলোও বিক্রি হয়ে যাবে। এর কারণ, এই গাড়ির চাহিদা দিন দিন বাড়ছে। এই গাড়ির জ্বালানি খরচ প্রিমিও গাড়ি থেকে ৫০ শতাংশ কম।

এই খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ ধরনের গাড়ির মূল ক্রেতা হচ্ছেন বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানে চাকরিজীবী। এ ছাড়া ছোট–বড় ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাদের কাছে এই গাড়ির চাহিদা বেশি।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন ব্র্যান্ডের রিকন্ডিশন্ড গাড়ি বিক্রি প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের মোট গাড়ি বিক্রির ৩০ থেকে ৪০ শতাংশ বিক্রি হচ্ছে টয়োটা করোলা ক্রস গাড়িটি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews