বাংলাদেশে সফররত কমনওয়েলথ প্রতিনিধি দল বিএনপির সঙ্গে বৈঠক করেছে। সোমবার (২৭ অক্টোবর) রাতে রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল সেরিনায় বৈঠকটি হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কেয়ারটেকার সরকারের আদলে সরকার পরিচালিত না হলে আস্থার সংকট সৃষ্টি হচ্ছে। যা বিভিন্ন দল থেকে বলা হচ্ছে। সেটা আগামী দিনে আরো খারাপের দিকে যেতে পারে। এজন্য কেয়ারটেকার সরকারের আদলে আগামী নির্বাচন পর্যন্ত দেশ পরিচালনা করতে হবে।

আমীর খসরু বলেন, ‘মূলত আমরা কীভাবে নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারি, ডেমোক্রেটিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য যে প্রক্রিয়াটা, তারা ওপর মূলত তাদের আগ্রহ প্রকাশ করেছেন। এখানে এই প্রক্রিয়াটা কী হবে এবং এটা কত নিরপেক্ষভাবে আমরা এগিয়ে নিতে যাচ্ছি এই প্রেক্ষাপটে অনেক আলোচনা হয়েছে। কমনওয়েলথের পক্ষ থেকে নির্বাচনের পর্যবেক্ষক পাঠাবে বলে তারা জানিয়েছে।

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা তত্ত্বাবধয়ক সরকারের কথা বলি নাই। তত্ত্বাবধায়ক সরকারের আদলের কথা বলা হচ্ছে। এখানে যে তত্ত্বাবধায়ক সরকার কী জন্য হয়েছিল এটা তো বুঝতে হবে। তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল বিশ্বাসে আস্থার সংকট ছিল বলে। আজকে অনেকগুলো দল, শুধু বিএনপি তো না, সরকারের অভ্যন্তরে কিছু কার্যক্রম, কিছু ব্যক্তির ব্যাপারে আস্থা সংকট সৃষ্টি হয়েছে। এটা বিএনপি একা বলেনি। বিভিন্ন দল থেকে বলা হয়েছে। যেখানে আস্থার সংকট হবে, সেখানে নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে। এই কারণে বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের আদলে, কেয়ারটেকার গভমেন্টে বলা আছে কীভাবে নির্বাচনটা সম্পন্ন করবে। অর্থাৎ প্রতিদিনের কাজগুলো তারা কীভাবে করবে। এখানে বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতার প্রশ্নগুলো উঠে আসছে।

বৈঠকে কমনওয়েলথ ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও প্রি-ইলেকশন অ্যাসেসমেন্টের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্হায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার প্রমুখ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews