ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের দলবদলে নিষেধাজ্ঞা এনেছে ফিফা। এক উজবেক ফুটবলারকে চুক্তির অর্থ দেয়নি ফকিরেরপুল। এ নিয়ে ক্লাবটি বিপাকে পড়েছে।
পেশাদার লিগ কমিটির সোমবারের সভায় ফকিরেরপুল নিয়ে আলোচনা হয়। ১৪ আগস্ট দলবদলের শেষ দিন। ফকিরেরপুলের নিষেধাজ্ঞা কাটিয়ে নিবন্ধন করবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে।
ফকিরেরপুলের সাধারণ সম্পাদক আহমদ আলী খেলার আশা করছেন, ‘উজবেক খেলোয়াড়ের বকেয়া ও জরিমানা মিলিয়ে ২৫ লাখ টাকা। আমরা তা পরিশোধের চেষ্টা করছি। ইতোমধ্যে নতুন মৌসুমের জন্য কয়েকজন খেলোয়াড়ও নিয়েছি। প্রিমিয়ার লিগ খেলব ইনশাআল্লাহ।’
আরও পড়ুন
ঢাকা ওয়ান্ডারার্স প্রিমিয়ারে টিকতে না পারলেও ফকিরেরপুলের অবনমন হয়নি। ফকিরেরপুল যদি ফিফার নিষেধাজ্ঞামুক্ত না হয়, তাহলে ওয়ান্ডারার্স প্রিমিয়ারে টিকতে পারে।
গত মৌসুমে গাজীপুর, কিংস অ্যারেনা, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ ও কুমিল্লায় লিগের ম্যাচ হয়েছে। এই পাঁচ ভেন্যুর সঙ্গে আরও দুই ভেন্যু বাড়তে পারে। রাজশাহীতে আগেও লিগের খেলা হয়েছে। এবার রাজশাহী ও মানিকগঞ্জে লিগের খেলা নিয়ে আলোচনা হয়েছে।