উত্তর কোরীয় সেনাদের কিম জং উনের কাছে ফিরিয়ে দিতে রাজি আছে কিয়েভ। তবে শর্ত হচ্ছে, রাশিয়ায় আটক ইউক্রেনীয়দের মুক্তি নিশ্চিতে সহায়তা করতে হবে। রবিবার (১২ জানুয়ারি) এই কথা বলেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেছেন, কিন জং উনের কাছে তার সেনাদের ফিরিয়ে দিতে আমরা তৈরি। বিনিময়ে রাশিয়ার হাতে বন্দি থাকা ইউক্রেনীয় সেনাদের মুক্তির বিষয়ে তার সহায়তা করতে হবে।
শনিবার উত্তর কোরিয়ার দুই সেনাকে কুরস্ক থেকে আটক করার কথা জানিয়েছিলেন জেলেনস্কি। এই প্রথম পিয়ংইয়ংয়ের কোনও সেনাকে জীবিত অবস্থায় হেফাজতে নেওয়ার তথ্য নিশ্চিত করলো কিয়েভ।
জেলেনস্কি আরও বলেন, এবার আমরা দুজন উত্তর কোরীয় সেনাকে আটক করতে পেরেছি। কোনও সন্দেহ নেই, সামনের দিনগুলোতে পিয়ংইয়ংয়ের আরও সেনা আমাদের হাতে বন্দি হবে। এটি কেবল সময়ের ব্যাপার।
জিজ্ঞাসাবাদের একটি ছোট ভিডিও এক্সে প্রকাশ করেছেন তিনি। সেখানে দেখা গেছে, এক ব্যক্তি হাতে আর অন্য এক ব্যক্তি চোয়ালে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় বসে আছেন। তাদেরকে উত্তর কোরীয় সেনা হিসেবে দাবি করা হয় ওই ভিডিওতে।
আটক হওয়া এক ব্যক্তি দোভাষীর মাধ্যমে দাবি করেছেন, তার কোনও ধারণা ছিল না যে তিনি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছেন। তাকে সামরিক মহড়ায় যোগদানের কথা বলে পাঠানো হয়েছিল। গোলাগুলি শুরু হলে তিনি কিছু বুঝতে না পেরে লুকিয়ে পড়েন। কয়েকদিন পর তাকে ইউক্রেনীয় সেনারা খুঁজে পায়।
আদেশ পেলে উত্তর কোরিয়ায় ফেরত যাবেন বলেও দোভাষীর মাধ্যমে জানিয়েছেন তিনি। তবে সুযোগ পেলে ইউক্রেনে থেকে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন কথিত ওই সেনা।
রয়টার্স স্বাধীনভাবে ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।
টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জেলেনস্কি দাবি করেছেন, আটকদের মধ্যে একজন উত্তর কোরিয়ায় ফেরত যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। অন্যজন বলেছেন, তিনি ইউক্রেনে থেকে যেতে চান। উত্তর কোরিয়ার কেউ যদি এই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সত্য প্রচার করতে চান এবং অবশ্যই তা কোরীয় ভাষায়, তাহলে তাদেরকে থেকে যাওয়ার সুযোগ দেওয়া হবে।