যার হাত ধরে বদলে গেছে ফুটবলের সৌন্দর্য। দুর্দান্ত সব পরিকল্পনায় খেলেন ট্রফির খেলা। তিনি সিটির ট্রেবলজয়ী কোচ পেপ গার্দিওলা। তিনি এবার ফুটবল দুনিয়াকে জানান দিলেন অন্য খবর, সিটি অধ্যায় শেষ করেই কোচিং থেকে নেবেন লম্বা ছুটি। এই লম্বা বিরতি হতে পারে ১৫ বছর!
ম্যানচেস্টার সিটির ইতিহাসে সবচেয়ে সফল ম্যানেজার গার্দিওলা। জিতেছেন ১৮টি শিরোপা। যার মধ্যে ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ। অভিজ্ঞতার ভারে সমৃদ্ধ এই কোচের মন যেন খুঁজছে একটু প্রশান্তি।
গার্দিওলার বর্তমান চুক্তি শেষ হবে ২০২৭ সালে। চুক্তি শেষ হওয়ার আগেই স্পেনের জিকিউ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘আমি জানি এই সিটিতে আমার সময় শেষ হওয়ার পর আমি থামবো। এটা বহু আগেই সিদ্ধান্ত হয়ে গেছে। হয়তো এক বছর, হয়তো ১৫ বছর। তবে আমার নিজের দিকেও খেয়াল রাখা দরকার।’
গত মৌসুমটা ছিল অনেকটা ধুলোমাখা অধ্যায়ের মতো। নভেম্বরে চুক্তি নবায়নের পরও ট্রফিশূন্য এক বছর কাটে গার্দিওলার। ম্যানসিটির দায়িত্ব নেয়ার পর প্রথমবার, কোনো শিরোপা জেতেনি তার দল। ইনজুরি ছিল বড় শত্রু। ব্যালন ডি’অর জয়ী রদ্রিও পড়েন এসিএল ইনজুরিতে। লিগেও তৃতীয় হয় দল, আর চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেয়া আগেই।
তবে হার মানতে নারাজ বস গার্দিওলা। তিনি বলেন, ‘শেষ পর্যন্ত আমরা এফএ কাপের ফাইনালে খেলেছি, তৃতীয় হয়েছি। এটা খারাপ মৌসুম ছিল না। তবে ১৩ বা ১৪ ম্যাচ জয়হীন ছিলাম, এমনটা আগে কখনো হয়নি।
তিনি বলেন, সমালোচনার তীরও কম ছিল না। গত চার-পাঁচ মাস ধরে শুনেছি, ‘তোমাকে বরখাস্ত করা হবে।’
এসবের পরও আশাবাদী গার্দিওলা। তিনি মনে করেন, ‘এই ধাক্কা সামনের দিনের সাফল্যের ভিত্তি হবে। অনেক খেলোয়াড় ইনজুরিতে ছিল। তবে আমি মনে করি, এটা পরবর্তী পাঁচ বা দশ বছরের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। আগামী বছর আমরা আরো ভালো করবো।’
১৫ বছরের সম্ভাব্য নীরবতা কেন তা সময়ই বলবে। একের পর এক ট্রফি জেতানো বস এবার নিজের মন, আত্মার খোঁজে নেমেছেন। একটু বিশ্রামে থাকতে চান সিটি কোচ।
এদিকে সিটির নতুন মৌসুমের যাত্রা শুরু হবে ১৬ আগস্ট, উলভসের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে তাদের দেখা হবে চেনা মাঠে হয়তো নতুন কৌশলে।