চট্টগ্রাম: মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান বলেছেন, আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। যেসময় কেউ সাহস করেনি, তখন বিএনপি ৩১ দফা উপস্থাপন করেছে।



মঙ্গলবার (১৫ এপ্রিল) নগরের উত্তর পাঠানটুলি ওয়ার্ড বিএনপির বিভিন্ন ইউনিটের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও নববর্ষ উপলক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।









তিনি করেন, বিগত ১৭ বছরে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় যারা সোচ্চার ছিলেন, তারা বৈষম্যের শিকার হয়েছেন। প্রতিটি সেক্টরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে আওয়ামী লীগ। আর দেশকে ধ্বংস থেকে রক্ষা করতেই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। ৩১ দফাই দেশ গড়ার মূলমন্ত্র।

তিনি আরও বলেন, তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস ও জনগণের জানমালের ক্ষতি করা যাবে না। জনবান্ধব কাজে সংপৃক্ত হতে হবে। কেননা আগামীতে জনগণের ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।  

থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডাবলমুরিং থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বেগম ফাতেমা বাদশা, বিএনপি নেতা  মো. আব্দুল হালিম। বক্তব্য রাখেন আব্দুল মান্নান, মহানগর তাঁতী দলের আহ্বায়ক সেলিম হাফেজ, আকবর কবির ডিউক,  এ এস এম নাসির, মোজাহের খান, রিয়াদ আব্বাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫

পিডি/পিডি/টিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews