বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরার পাশাপাশি আইন শৃঙ্খলার উন্নয়ন করা হবে। রাজধানীতে বিএনপি’র দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনায় তিনি আরও বলেন শুধু কথার ফুলঝুড়ি দিয়ে দেশ চলে না, প্রয়োজন পরিকল্পনার যা একমাত্র বিএনপি’র আছে। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে।