বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহরের অসংখ্য ভক্ত-অনুরাগী। সেই ভক্ত-অনুরাগীদের আগ্রহেই এবার জানালেন কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। বললেন, সঙ্গী তার কথা শোনে এবং তাকে উৎসাহও দেয়। আবার কখনো কখনো বিভিন্ন জায়গায় বিল মিটিয়েও দেয়।
অন্যদিকে প্রায়ই নিন্দুকদের কটাক্ষ ধেয়ে আসে তার দিকে। বলিউডে ‘পরিবারতন্ত্রের ধ্বজাধারী’র তকমাও রয়েছে পরিচালকের। তাই বিতর্কেও জড়িয়েছেন একাধিকবার। ‘দাম্ভিক’ ভাবমূর্তি থাকলেও সম্পর্ক বা প্রেমের প্রসঙ্গ উঠলেই আবেগপ্রবণ হয়ে পড়েন করণ জোহর। নিজের সামনেও সুখী যুগলকে দেখলে চোখের কোণ চিকচিক করে ওঠে।
করণ জোহরের ভক্ত-অনুরাগীরাও তাই চান, প্রযোজক-পরিচালকের জীবনে যেন কেউ একজন আসুক। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল? পরিচালক নিজেই জানিয়েছেন তিনি প্রেম করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে পরিচালক করণ জোহর লিখেছেন—আমি ইনস্টাগ্রামের সঙ্গে প্রেম করছি। ও আমার কথা শোনে। আমি যাতে নিজের স্বপ্ন সাকার করতে উদ্যত হই, সেদিকে নজর রাখে। কখনো আবার বিলও মিটিয়ে দেয়। ওকে ভালো না বেসে পারা যায়?
করণের এই পোস্ট মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। কিছুটা হতাশ হন তার ভক্ত-অনুরাগীরা। কিছু দিন আগেই বন্ধুবান্ধবদের নিয়ে এক পার্টিতে গিয়েছিলেন পরিচালক। নজর কেড়েছিল তার টিশার্টে লেখা বার্তা। তার টিশার্টে লেখা ছিল— ‘নেপো কিড। 'নেপো' আসলে নেপোটিজমের অপভ্রংশ, যার অর্থ 'স্বজনপোষণ'। পরিবারতন্ত্র নিয়ে নানা বিতর্কে জড়িয়েছেন তিনি। শুধু তারকা সন্তানদেরই তিনি সুযোগ দেন, এমন অভিযোগ রয়েছে তার দিকে। তবে সেসব নিয়ে নিজেই মশকরা করেন করণ। তাই এদিনও নিন্দকদের খোঁচা দিতেই এমন টিশার্ট বেছে নিয়েছিলেন তিনি।