(১ ঘন্টা আগে) ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ১০:১৯ পূর্বাহ্ন
বেইজিংয়ে বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সফর চলাকালে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, চীনের সঙ্গে চুক্তি বৃটেনের জন্য ‘খুবই বিপজ্জনক’ হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্টারমারের চীন সফরকে কেন্দ্র করে হওয়া এসব চুক্তির লক্ষ্য হচ্ছে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো।
বিজ্ঞাপন
“এগুলো (চুক্তি) করা তাদের জন্য খুবই বিপজ্জনক হচ্ছে,” স্ত্রী মেলানিয়াকে নিয়ে হওয়া একটি তথ্যচিত্রের প্রিমিয়ারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ট্রাম্প।
এদিকে তার এই মন্তব্যের আগে বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে শি-র সঙ্গে বৈঠকের পর স্টারমার বলেছিলেন, চীনের সঙ্গে বৃটেনের সম্পর্ক এখন ‘ভালো ও শক্ত অবস্থানে’ আছে।
পরে শুক্রবার তিনি আবার বলেন, শি-র সঙ্গে ‘খুব ভালো বৈঠক’ আমাদের ‘প্রত্যাশিত মাত্রার সম্পৃক্ততা এনে দিয়েছে’।