নয়া দিগন্ত ডেস্ক

বাংলাদেশের সীমান্তে ঢুকে জলজ্যান্ত একটি ছাগল নিয়ে পালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতীয় চোরাচালানকারী ও কৃষকদের চুরিতে সহায়ক হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে বিএসএফের বিরুদ্ধে। এবার তাদের সরাসরি ছাগল চুরির ভিডিও ভাইরাল হওয়ার পর আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই সদস্য বাংলাদেশ সীমান্তে ঢুকে লাঠি হাতে একটি কালো ছাগলকে ধরার চেষ্টা করছে। ছাগলটি পালাতে চেষ্টা করছে, কিন্তু বিএসএফের জওয়ানরা তাকে থামানোর জন্য লাঠি ব্যবহার করছে। একপর্যায়ে ছাগলটিকে ধরার পর সীমান্তের ওপারে নিয়ে যায়।

স্থানীয় এক যুবকের দূর থেকে ধারণ করা এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। ভারত-বাংলাদেশ সীমান্তে এমন ঘটনা অপ্রত্যাশিত হলেও বিএসএফ প্রায়ই তা করে থাকে।

এ দিকে সীমান্তে সাধারণভাবে পশুপালন এবং সীমানা পারাপারের বিষয়ে কঠোর নিয়মকানুন রয়েছে। সাধারণ ছাগলও দেশের সীমান্ত অতিক্রম করলে তা নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়। অনেকে এই ভিডিও দেখে প্রশ্ন তুলেছেন, বিএসএফের এমন আচরণ কতটুকু গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক প্রটোকলের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ। ভিডিওটি বিভ্রান্তিকর হলেও এটি ভারত-বাংলাদেশ সীমান্তের নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগ নিয়ে নতুন করে মনোযোগ সৃষ্টি করেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews