ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেন, ইরানকে একেবারে ধ্বংস করে নতজানু হতে বাধ্য করতে বিদেশি শক্তি সন্ত্রাসী গোষ্ঠীকে সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। পুলিশ ও নিরাপত্তা বাহিনী যদি তাদের প্রতিরোধ না করত, তবে দেশে বিপর্যয় ঘটে যেত।
গত বছরের জুনে ১২ দিনের ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হওয়ার মতো এবারও ইরান জয়ী হয়েছে বলে দাবি করেন রাষ্ট্রদূত জলিল রহিমি।
আজ সোমবার সকালে ঢাকায় ইরান দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন রাষ্ট্রদূত। ইরানের চলমান পরিস্থিতির নিয়ে ইরান দূতাবাস কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে এ মতবিনিময়ের আয়োজন করে।