ইরান, রাশিয়া, তুরস্কের পর এবার নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকি তালিকায় যুক্ত হয়েছে ইসরাইল।  নেদারল্যান্ডসের ‘রাষ্ট্রীয় হুমকির রিপোর্ট ২০২৫’-এ তালিকায় ইসরাইলকে জাতীয় নিরাপত্তার জন্য বিদেশি হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

সোমবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আইসহ একাধিক গণমাধ্যম।

নেদারল্যান্ডসের জাতীয় সন্ত্রাস দমন ও নিরাপত্তা সমন্বয়কারী সংস্থার (এনসিটিভি) প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে, মত প্রকাশের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার জন্য এ তালিকায় নাম উঠেছে ইসরাইলের। এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকি তৈরি করে এবং বিদেশি হস্তক্ষেপ ও প্রভাব বিস্তারের ঝুঁকি বাড়ায়।

আরও পড়ুন: ইসরাইলের সমালোচনা করেও দেশটির সঙ্গে ব্যবসা করছে ২৮ দেশ

দেশটির ওপর সম্ভাব্য হুমকির চিত্র তুলে ধরার পাশাপাশি অর্থনৈতিক চাপ, গুপ্তচরবৃত্তি ও সামরিক হুমকির মতো হুশিয়ারিও তুলে ধরা হয় এ প্রতিবেদনে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews