শহরের বুকে ঘটতে যাচ্ছে পিলে চমকানো ঘটনা। ভয়ঙ্কর এক নৃশংস সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে শহরের অলিগলিতে, যার রেখে যাওয়া বিভিন্ন ক্লু পুলিশকে রীতিমতো কিংকর্তব্যবিমূঢ় করে ছাড়ছে। এমন শ্বাসরুদ্ধকর গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘কানাগলি’।

সব জায়গায় যখন হতাশার ঘনঘটা, তখন এই খুনিকে থামানোর দায়িত্ব দেওয়া হয়েছে বিচক্ষণ অফিসার মাহফুজের (শ্যামল মাওলা) কাঁধে। তবে অন্ধকারের গভীরে প্রবেশ করে তিনি বুঝতে পারেন, এটি একটি মারাত্মক বুদ্ধির খেলা, যেখানে শিকারি প্রতিটি পদক্ষেপে এগিয়ে থাকছে। কে এই খুনি? শহরের কানাগলিতে লুকিয়ে থাকা এই শীতল ক্রোধের পেছনের রহস্যটাই বা কী?

নির্মাতা আহমেদ জিহাদের পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিরিজে প্রধান চরিত্রে শ্যামল মাওলার পাশাপাশি দেখা যাবে উঠতি তারকা আয়েশা খানকে। এছাড়াও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, লুৎফুর রহমান জর্জ, কাজী নওশাবা আহমেদ এবং নাজিবা বাশারের মতো গুণী শিল্পীদের।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews