বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একমাত্র বেগম খালেদা জিয়ার সরকার দুর্নীতির লাগাম টেনে ধরতে পেরেছে। যে কোনো মূল্যে আবারও দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে মানুষের উপকার হবে না।
রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১টার দিকে দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ইদগাহ মাঠে সমাবেশে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ধানের শীষ যখন ক্ষমতায় থাকে তখন দেশের সব স্তরে উন্নয়ন হয়। আমার কিছু চিন্তা ভাবনা আছে। দেশের গ্রাম গঞ্জে শহরের প্রতিটি পরিবার নিয়ে আমার কিছু পরিকল্পনা আছে।
তিনি বলেন, আমি রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে প্রতিপক্ষের সমালোচনা করতে চাই না। আমি দেশবাসীর সামনে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরতে চাই। বিএনপি ক্ষমতায় গেলে কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য কি করবে সেই পরিকল্পনাগুলো তুলে ধরতে চাই। আপনারা দেখেছেন শহীদ জিয়াউর রহমানের সময় বহু খাল খনন করা হয়েছে। বর্তমানে এসব খাল ভরাট, অচল এবং অস্তিত্বহীন হয়ে গেছে। একসময় এসব খাল দিয়ে মানুষ চলাচল করতো। বিএনপি ক্ষমতায় গেলে আমরা দেশের সবকটি খাল পুনঃখনন করে সচল করব। আর সেই খাল খননে আবারও কুমিল্লাবাসীর সঙ্গে দেখা হবে।
বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষকদের জন্য কৃষি কার্ড করব। প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের শুরুতে এসব কার্ড সরবরাহ করা হবে। এ কার্ডের মাধ্যমে কৃষি বীমা এবং কৃষি ঋণের সুবিধা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে একজন করে স্বাস্থ্যকর্মী নিয়োগ করব। তারা নারী এবং শিশুদেরকে চিকিৎসা সেবা প্রদান করবে। ঘরে বসে যেন চিকিৎসা সেবা পায় নারী এবং শিশুরা সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে।
তারেক রহমান বলেন, এই এলাকার যুব সমাজের কর্মসংস্থানের সমস্যা রয়েছে। প্রত্যেকটি অঞ্চল, প্রত্যেকটি জেলায় একটা করে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। যুব সমাজকে প্রশিক্ষিত করে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।