সিলেট নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেয়া শাফায়েত খানসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাত দুইটার দিকে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মিছিলে নেতৃত্ব দেয়া ছাত্রলীগ নেতা শাফায়েত খান (৩৪)। তিনি পুর্ব পাঠানটুলার লন্ডনী রোড এলাকার হাফিজ খানের ছেলে। সুনামগঞ্জের দিরাই ভাটিপাড়া গ্রামের রাহাত নুরের ছেলে জহিরুল ইসলাম (১৯), একই থানার মাটিয়াপুর গ্রামের জালাল আহমদের ছেলে সোহেল আহমদ সানী (১৮), সিলেটের টুকেরবাজার নালিয়া এলাকার রমনী মোহন করের ছেলে রবিন কর (২৩), নাইওরপুল এলাকার ফারুক আহমদের ছেলে ফাহিম আহমদ (২৩), শামীমাবাদ এলাকার নুর মিয়ার ছেলে রাজন আহমদ রমজান (২৩), পাঠানটুলা এলাকার মৃত হাফিজ খানের ছেলে বশির খান লাল (৫০) ও খাদিমপাড়া এলাকার মতিন মিয়ার ছেলে সোয়েব আহমেদ (২৫)।
গ্রেফতারের বিষয়টি রাতে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
জানা যায়, বুধবার (২ মার্চ) নগরীর ধোপাদীঘিরপাড় এলাকায় মিছিল ও লিফলেট বিতরণ করে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। ১৫/২০ জনের একটি দল মহানগর ছাত্রলীগের ব্যানারে এই মিছিল বের করে। ব্যানারে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি ছিল এবং তাঁর নামে শ্লোগান দিতেও শোনা যায়।
পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড পেইজেও আপলোড করা হয়েছে।