নড়াইলে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার ৫০০ ইমাম অংশগ্রহণ করেন।

ইসলামিক ফাউন্ডেশন, নড়াইলের উপ-পরিচালক ইকরামুল ইসলাম শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির, শাহাবাদ মাজীদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আনোয়ার হোসেন, ডাক্তার ইসমাঈল হোসেন বাপ্পী, জেলা তথ্য অফিসার রোস্তম আলী, মুফতি শহিদুল ইসলাম, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি ওয়াকিউজ্জামানসহ অনেকে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন-ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার খন্দকার দেলোয়ার হোসেন। সঞ্চালনা করেন মাওলানা বেলাল হুসাইন।

এছাড়া উপস্থিত ছিলেন-নড়াইল জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোহাম্মদ জাকারিয়া, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার শফিকুল মোল্যাসহ অনেকে।

বক্তারা, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। এক্ষেত্রে গণভোটের প্রচার ও ভোটারদের উবুদ্ধকরণে ইমামদের বড় ভূমিকা রয়েছে। তারা এলাকার মুসল্লিসহ ভোটারদের মাঝে ‘হ্যাঁ’ ভোটের সুফল সম্পর্কে অবগত করবেন। দেশে বিভিন্ন ইতিবাচক পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বক্তারা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews