শহীদ জিয়ার সময়ের খাল খনন কর্মসূচি কেউ দেখেছেন কিংবা জানেন কি না, এমন প্রশ্ন করেন তারেক রহমান। তাঁর প্রশ্নের জবাবে উপস্থিত কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি জানান, তাঁরা দেখেছেন।

তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দিয়ে মা–বোন এবং কৃষকদের স্বাবলম্বী করে তুলতে চান। এসব কাজের সুযোগ দিতে ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত শেষে তারেক রহমান বলেন, ‘দক্ষিণ সুরমার মাটি থেকে আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে দলের পক্ষে নির্বাচনী কার্যক্রম আল্লাহর রহমতে ইনশা আল্লাহ আজ এখান থেকে শুরু করলাম।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews