১১ January ২০২৬ Sunday ১:১৭:৩৭ AM Print this E-mail this

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে মঞ্জু বেপারী (৫০) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে পৌরসভার ৯নং পূর্ব কাসেমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মঞ্জু ওই এলাকার রশিদ বেপারীর ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে মঞ্জু এক যাত্রীকে বাড়ি পৌঁছে দিয়ে নিজবাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে রাত পৌনে এগারোটার দিকে পূর্ব কাসেমাবাদ এলাকার ইয়াসিন খানের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে রাস্তায় ভ্যানের উপর রেখে চলে যায়।পরে স্থানীয়রা তার গোঙানির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১২টার দিকে চিকিৎসাধীন মৃত্যু হয় তার।

গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক টিপু সুলতান জানিয়েছেন, নিহত ব্যক্তির শরীরে কমপক্ষে ১০/১২ টি কোপের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই চিকিৎসা শুরু করা হলেও বাঁচানো যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews