ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। হাজারো প্রাণের বিনিময়ে মানুষ ফ্যাসিস্ট থেকে মুক্তি পেয়েছেন। নতুন করে অনেকের মধ্যে এই চরিত্র লক্ষ করা যাচ্ছে। কোনো ফ্যাসিস্ট যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য আমাদের সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল খুলনার নিউমার্কেট এলাকায় পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে মিছিলপূর্ব গণসমাবেশে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন খুলনা মহানগর শাখা এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে ফয়জুল করীম বলেন, স্বাধীনতার পর ৫৩ বছরের নির্বাচন জাতীর আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে তাতে দিনের ভোট রাতে হয়েছে, ভোটকেন্দ্র দখল করে ব্যালট বাক্স ভরা হয়েছে, সংসদকে গানের আড্ডালয় বানিয়েছে। সেই ব্যর্থ ব্যবস্থায় আবারও নির্বাচন হলে তৈরি হওয়া জঞ্জাল দূর হবে না। এই বাস্তবতায় পিআর পদ্ধতি কার্যকর সমাধান হতে পারে।

তাই পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে। সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের মুজিবুর রহমান শামীম, আলহাজ আবু তাহের, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর সভাপতি শরীফ সাইদুর রহমান প্রমুখ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews