৪১ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ী ও কুষ্টিয়া জেলার সড়কে বাস চলাচল শুরু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৬টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক।
এর আগে, শনিবার (১১ জানুয়ারি) দুই জেলার পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের জেরে দুপুর ১টা থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
সুকুমার ভৌমিক বলেন, ‘গতকাল (রবিবার) রাজবাড়ী সড়ক পরিবহন মালিক সমিতি ও পরিবহন শ্রমিক নেতাদের একটি গ্রুপ কুষ্টিয়ার নেতাদের সঙ্গে রাজবাড়ীর মাছপাড়াতে একটি মিটিং করে। ওই মিটিংয়ে উভয় জেলার মালিক ও শ্রমিক নেতাদের উপস্থিতিতে শ্রমিকদের দ্বন্দ্ব নিষ্পত্তি করা হয়।’
তিনি আরও বলেন, ‘উভয় জেলার পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের নিষ্পত্তির পর আজ (সোমবার) সকাল ৬টা থেকে এই রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।’
জানা গেছে, গত শনিবার রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের কুমারখালী গড়াই সেতু এলাকায় ট্রাক ও ভ্যানগাড়ির দুর্ঘটনার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কুষ্টিয়া থেকে রাজবাড়ীর উদ্দেশে ছেড়ে আসা দুটি লোকাল বাস যানজটের মধ্যে পড়ে। যার একটি কুষ্টিয়া মালিকানাধীন ও অপরটি রাজবাড়ী মালিকানাধীন। যানজটমুক্ত হওয়ার পর রাজবাড়ী আসার সময় দুই বাস থেকে একসঙ্গে যাত্রী ডাকাডাকি করলে কুষ্টিয়া মালিকানাধীন বাসের শ্রমিকরা রাজবাড়ী মালিকানাধীন বাসের শ্রমিকদের মারধর করে। পরে বেলা ১১টার দিকে কুষ্টিয়ার বাসটি রাজবাড়ীর নতুন বাজার বাসস্ট্যান্ডে এলে ওই বাসের শ্রমিকদের রাজবাড়ী বাসের মার খাওয়া শ্রমিকরা মারধর করে।
দুই বাসের শ্রমিকদের মারামারির জেরে শনিবার দুপুর ১টার দিকে কুষ্টিয়ার শ্রমিকরা কুষ্টিয়া বাস টার্মিনালে থাকা রাজবাড়ীর ১০টি বাস আটকে বাস চলাচল বন্ধ করে দেয়। তাদেরও সাতটি বাস রাজবাড়ীর দৌলতদিয়ায় আটকে রাখা হয়। এরপর থেকেই এ সড়কে লোকাল বাস চলাচল বন্ধ হয়ে যায়।