সিলেটে পৃথক অভিযান চালিয়ে ১২টি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশ। সোমবার সিলেট-তামাবিল মহাসড়কের করিচের ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে ১০টি এয়ারগান ও রবিবার রাত সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজার সংলগ্ন চা বাগান এলাকা থেকে ২টি এয়ারগান উদ্ধার করে র‌্যাব। 

জৈন্তাপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, সোমবার ভোররাত ৪টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের করিচের ব্রিজ এলাকায় চেকপোস্ট বসানো হয়। পুলিশ নাম্বারবিহীন একটি মোটরসাইকেল থামাতে সংকেত দেয়। এসময় মোটরসাইকেলের দুইজন আরোহী ১টি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বস্তার ভেতর থেকে ১০টি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়। 

এদিকে, রবিবার রাত সাড়ে ১০টার দিকে জৈন্তাপুরের চিকনাগুল বাজার সংলগ্ন চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার করা হয়। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে  এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এয়ারগানগুলোর মালিক খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র‌্যাবের তদন্ত চলছে। 

বিডি প্রতিদিন/এএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews