জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন বলেছেন, নতুন যারা ধান্দায় নামছে এরাই সবচেয়ে বড় বেঈমান আর প্রতারক। হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের আর শামীম ওসমান। 

এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তাজনুভা জাবীন বলেন, ‘এত মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে একেকজন উদ্ধত, বেয়াদব বের হইছে। ছি। একেকজনের বক্তব্য দেখতেসি আর নিজেকে বিশ্বাস করাচ্ছি জুলাই গণ-অভ্যুত্থানের গর্ভ থেকে কোন লেভেলের ধান্দাবাজ এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। কথা বলার সময় এই অহংকার, এই দাম্ভিকতা পরিষ্কার প্রমাণ এদের দৈন‍্যতা সম্পর্কে, মানুষ হিসেবে তাদের অবস্থান সম্পর্কে।’

নিজের অভিজ্ঞতা থেকেই তিনি এমনটা বলছেন জানিয়ে তাজনুভা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তো আছে, কিন্তু নীতি, শিক্ষা, মূল‍্যবোধ, আদর্শে ঘোড়ার ডিম। নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতাম না—এরা কী অসহনীয় পর্যায়ের অযোগ্য।’

এনসিপির সাবেক এই নেত্রী বলেন, ‘আমি নিশ্চিত, যারা পুরনো চাঁদাবাজ আর ধর্ম ব্যবসায়ী তারা না, নতুন যারা ধান্দায় নামছে এরাই সবচেয়ে বড় বেঈমান আর প্রতারক। বাকিদের মানুষের ঘৃণা কামাইতে যুগের পর যুগ লাগছে, এরা দেড় বছরে ওই পর্যায়ে চলে গেছে।’

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews