কোম্পানির তথ্য অনুযায়ী, গত ২০২৩-২৪ অর্থবছরে ৫ লাখ ৮১ হাজার বর্গফুট কাচ উৎপাদিত হয়। ওই অর্থবছরে প্রতিষ্ঠানটি মোট ২ কোটি ২০ লাখ টাকার কাচ বিক্রি করেছে। অথচ এই অর্থবছরে প্রতিষ্ঠানটির খরচ ছিল ১০ কোটি ৭৩ লাখ টাকা। সেই হিসাবে আয়ের চেয়ে কোম্পানিটির খরচ পাঁচ গুণ বেশি; অর্থাৎ এক টাকা আয় করতে কোম্পানিটির খরচ পড়ছে পাঁচ টাকা।

করোনা মহামারির সময় ২০২০-২১ অর্থবছরে কারখানাটির উৎপাদন ছিল শূন্য। ওই বছর প্রতিষ্ঠানটিকে লোকসান গুনতে হয়েছে ১১ কোটি ৬০ লাখ টাকা। ২০১৩-১৪ অর্থবছরের পর ১০ অর্থবছরে প্রতিষ্ঠানটি প্রতিবছর গড়ে ৮ কোটি ১৩ লাখ টাকা লোকসান গুনেছে।

গত পাঁচ অর্থবছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, উসমানিয়া গ্লাস শিট প্রতিবছর কাচ উৎপাদনে যে অর্থ ব্যয় করেছে, কাচ বিক্রি করে তার কেবল ৬৬ শতাংশ আয় করতে পেরেছে; অর্থাৎ কাচ বিক্রি করে তারা উৎপাদন খরচই তুলতে পারেনি। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত পাঁচ অর্থবছরে কাচ উৎপাদনে তাদের খরচ হয়েছে প্রায় ১০৪ কোটি টাকা। আর কাচ বিক্রি হয়েছে ৬৯ কোটি টাকার। তার মানে, এক টাকা আয় করতে কোম্পানির খরচ দেড় টাকা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews