লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে গুলিবিদ্ধ হওয়ার পর হাসিনুর রহমান (২৮) নামে এক বাংলাদেশি যুবককে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নম্বর মেইন পিলারের সাব ৬ এস পিলারের কাছে গুলিবিদ্ধ হন ওই যুবক।



সীমান্তবাসী জানান, দুপুরে মধ্য সিঙ্গিমারী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন হাসিনুর রহমানসহ কয়েকজন বাংলাদেশি।







এসময় বিএসএফ ১৫৭ ব্যাটালিয়নের ফুলবাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে হাসিনুর গুলিবিদ্ধ হন। এ অবস্থায় বিএসএফ তাকে নিয়ে কুচবিহার হাসপাতালে ভর্তি করে। হাসিনুরের চোখে গুলি লেগেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের অধিনায়কের সরকারি নম্বরে একাধিকবার ফোন করা হলেও কেউ রিসিভ করেননি।  

সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গ্রাম পুলিশ ও ইউপি সদস্যকে পাঠানো হয়েছে। যতদূর শুনেছি, বিএসএফের গুলিতে আহত হাসিনুর রহমানকে ভারতের কুচবিহারের একটি হাসপাতালে ভর্তি করেছে বিএসএফ।  

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, খবর পেয়েছি। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫

এসআই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews