টিকটিকি যে খুব ক্ষতিকর কোনও প্রাণী সেটা নয়। তবে যেখানে সেখানে বিষ্ঠা ছড়িয়ে ঘর ময়লা করে প্রাণীটি। আবার গভীর রাতে সশব্দে ডেকে উঠে বিরক্তিরও কারণ হয়। কিছু ঘরোয়া কৌশল মেনে দূর করতে পারেন টিকটিকির উপদ্রব।
- টিকটিকি তাড়ানোর জন্য ঘরে ন্যাপথলিন রাখতে পারেন। ন্যাপথলিনের তীব্র গন্ধে দূর হবে টিকটিকি। রান্নাঘরের ক্যাবিনেটে কিংবা বেসিনের নিচে রাখুন ন্যাপথালিন বল।
- সিঙ্কের নিচে থাকা ক্যাবিনেটে টিকটিকি লুকিয়ে থাকে প্রায় সময়ই। এগুলো নিয়মিত পরিষ্কার ও শুকনা রাখার চেষ্টা করুন। শুকনা রাখলে কাঠের পচনও রোধ হয়।
- পোকামাকড় টিকটিকির খাদ্য। ঘর পরিষ্কার রাখলে পোকা কমবে, ফলে টিকটিকিও থাকবে না। রাতের বাসন ধুয়ে ফেলুন, মেঝে ঝাড়ু-মোছা করুন, এবং খোলা খাবার ভালোভাবে ঢেকে রাখুন।
- ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন দাবি করছে যে পেঁয়াজ ও রসুনের করা গন্ধে টিকটিকি পালায় ঘর ছেড়ে। কিছু পেঁয়াজের টুকরো কিংবা রসুন কোয়া রেখে দিন ঘরের কোণে। টেবিল ফ্যানের সামনে রাখলেও কাজ হবে দ্রুত।
- পুদিনা তেলের গন্ধ টিকটিকি পছন্দ করে না। তাই এই তেল স্প্রে করুন, টিকটিকি পালাবে। স্প্রে বোতলে ১০-১৫ ফোঁটা পুদিনা তেল ও আধা কাপ পানি মিশিয়ে স্প্রে করুন।
- ঘর থেকে টিকটিকি তাড়াতে বেশ কার্যকর উপায় হচ্ছে পেপার স্প্রে। বাড়িতে বানিয়ে নিতে পারেন এই স্প্রে। এজন্য প্রথমে কিছু গোলমরিচ নিয়ে গুঁড়া করে নিতে হবে। এবার এই গুঁড়া পানির সঙ্গে মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিতে হবে। যেখানে যেখানে টিকটিকি দেখা যাচ্ছে, সেই সব জায়গায় এই পেপার স্প্রে ছিটিয়ে দিতে হবে। গোলমরিচের গুঁড়ার বদলে শুকনা মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন।