আইপিএল থেকে তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিবির সম্পর্কের চরম অবনতি ঘটেছে। এর জের ধরে বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, তারা ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না। নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) দুই বার চিঠি দিয়েছে বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শনিবার(১০ জানুয়ারি) নিশ্চিত করেছেন যে, বাংলাদেশ তাদের এই সিদ্ধান্তে অনড় রয়েছে।

আরও পড়ুন

বিসিবি ইতিমধ্যে আইসিসিকে ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়েছে। নিরাপত্তাজনিত কারণ দেখানোর পাশাপাশি বিসিবি স্পষ্ট করেছে যে, মুস্তাফিজের প্রতি এমন আচরণ এখন ‘জাতীয় মর্যাদার’ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশের ক্রিকেটের সম্মান রক্ষার্থেই এমন নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ থেকে দুই দফা চিঠি পাঠানো হলেও আইসিসি এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ক্রিকেটপ্রেমীদের মনে এখন বড় প্রশ্ন—আইসিসি কি বাংলাদেশের চাপে ভেন্যু পরিবর্তন করবে? নাকি বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপ বর্জন করবে? এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি জানান, আমরা আমাদের অবস্থানে অটল। আশা করছি আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যে আইসিসি থেকে চূড়ান্ত কোনো উত্তর পাওয়া যাবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews