এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবো। কিন্তু আদর্শের সঙ্গে যদি কোনো দল বা কোনো শক্তি ঐক্যবদ্ধতা পোষণ করে তাহলে তাদের সঙ্গে আমাদের আলোচনা থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ওপেন রয়েছে।
রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘দেশ বদলাবে নতুন নেতৃত্বে’ শীর্ষক মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় সভায় এসব বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, নীতিগত ও আদর্শিক জায়গা থেকে কোন ধরনে ক্ষমতার জন্য আসনের জন্য কারো সঙ্গে সমঝোতা করবো না আমরা। ১টি আসন না পেলেও নীতিতে অটুট থাকবো আমরা।
একই অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আগামীতে নির্বাচন শুধু মার্কা বা পুরোনো দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ওইসব দিন শেষ।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর বলেছেন, আমরা দেশের বৃহৎ স্বার্থে শাপলা কলি মার্কা নিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে ডিজাইনটা পাইনি। যার কারণে আমরা নির্বাচনী প্রচারণায় নামতে পারছি না।
উল্লেখ্য, এই পর্যন্ত সারাদেশের ৩০০টি আসন থেকে অফলাইনে ৭৬১ জন ও অনলাইনে ৭২৩ জন, সর্বমোট ১ হাজার ৪৮৪ জন এনসিপির মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তাদের সবাইকে দুদিনের এই মতবিনিময়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। দেশব্যাপী ১০টি বিভাগ অনুযায়ী মনোনয়ন প্রত্যাশীদের পৃথকভাবে মতবিনিময় করা হবে।
মতবিনিময়ের মাধ্যমে মনোনয়ন প্রার্থীদের যোগ্যতা, দক্ষতা, রাজনৈতিক দর্শন, সাংগঠনিক সক্ষমতা এবং জনগণের সঙ্গে তাদের সংযোগ, এসব বিষয়ের উপর ভিত্তি করে প্রার্থীদের মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত প্রার্থী নির্বাচনের প্রাথমিক ধাপ সম্পন্ন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।