বয়সকে যেন পাত্তাই দিচ্ছেন না পপ কুইন ম্যাডোনা। বয়স ৬৭ হলেও যৌবনের কাছে তিনি এখনও হার মানেননি। তার প্রেমিক আকিম মরিসের বয়স মাত্র ২৯ বছর, যা ম্যাডোনার বয়সের অর্ধেকেরও কম। সম্প্রতি মরক্কোতে পারিবারিক ভ্রমণ শেষে ম্যাডোনা ও আকিম মরিস নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান। ব্যস্ত টার্মিনালের ভেতর দিয়ে একসঙ্গে হাঁটতে দেখা যায় তাদের। ম্যাডোনা পরেছিলেন কালো পাফার জ্যাকেট। হাতে ছিল ডলচে অ্যান্ড গাব্বানার বড় একটি টোট ব্যাগ। কিছুটা পেছনে থেকে অতিরিক্ত লাগেজ বহন করছিলেন মরিস।

দু’জনকেই বেশ আনন্দিত দেখা যায়। তাদের অভিব্যক্তিতেই বোঝা যাচ্ছিল, সফরটি বেশ উপভোগ্য কেটেছে। এই ভ্রমণে তারা মরক্কোর সাহারা মরুভূমিতেও সময় কাটান। সেখানে ম্যাডোনার কয়েকজন সন্তানও তাদের সঙ্গে ছিলেন। তারা হলেন রোকো (২৫), ডেভিড (২০), মার্সি (১৯) এবং যমজ স্টেলা ও এস্তেরে (১৩)। অনলাইন ডেইলি মেইল এ খবর জানিয়েছে।

- Advertisement -

এর আগেও একই সফর থেকে তরুণ প্রেমিক আকিম মরিসের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেন ম্যাডোনা। এক ছবিতে তাকে কালো পাফার কোট ও পেইসলি স্কার্ফ পরে আকিমের পাশে পোজ দিতে দেখা যায়। সঙ্গে ছিল খাকি রঙের ফেডোরা হ্যাট ও বড় কালো সানগ্লাস। আকিম পরেছিলেন কালো জিলেট ও বাদামি হুডি।

আরেকটি সূর্যাস্তের ছবিতে ম্যাডোনা বাদামি ফক্স-ফার কোট ও স্কার্ফ পরে ক্যাম্পফায়ারের পাশে দাঁড়িয়ে ছিলেন। সফরে তিনি ঘোড়ায় চড়ার পোশাকেও দেখা দেন। পরিবারটি উটের পিঠে চড়ার অভিজ্ঞতাও উপভোগ করে।

- Advertisement -



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews