ময়মনসিংহের ভালুকায় মাহিন্দ্রা গাড়ির সাথে দু’টি মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
নিহত মো: তায়িফ (২৫) ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের ডিমাইলপাড়া গ্রামের মো: বাবুল মিয়ার ছেলে। তিনি মোটরসাইকেলের চালক ছিলেন।
সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মুক্তির আমগাছ গোয়ারী এলাকায় এ ঘটনা ঘটে। খবরের সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির।
তিনি বলেন, রাতে ভালুকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি মাহিন্দ্রা গফরগাঁওয়ের দিকে যাচ্ছিল। সাড়ে ৯টার দিকে মুক্তির আমগাছ গোয়ারী এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা দু’টি মোটরসাইকেলের সাথে মাহিন্দ্রাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। এসময় মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ নগরীর স্বদেশ হাসপাতালে নিয়ে গেছে।
নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।