প্রথম লিগে কোনো রিজার্ভ ডে ছিল না। বৃষ্টিও সেভাবে ভোগায়নি। ম্যাচ পরিত্যক্ত হয়নি। কয়েকটি ম্যাচ বৃষ্টির কারণে আকারে ছোট হয়ে কর্তিত ম্যাচে রূপান্তরিত হলেও প্রথম লিগের ৬৬টি খেলার মধ্যে শুধু একদিন বিকেএসপিতে ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

কিন্তু হঠাৎ করেই মার্চের শেষ সপ্তাহ থেকে বৃষ্টির চোখ রাঙানি। এবার মার্চের শেষ সপ্তাহেই বৃষ্টির দেখা মিলেছে। এপ্রিলের শুরুতেও বৃষ্টি পড়েছে। আজ আবার বৃষ্টি রাজধানী ঢাকায়। ধরেই নেওয়া যায়, সামনের দিনগুলোয় বৃষ্টি আসতেই পারে। সেই চিন্তায় প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের এক পর্বের মাঝখানে বিরতির সাথে একদিন রিজার্ভ ডেও রাখা হয়েছে।

অর্থাৎ, প্রতি খেলার পরদিন রিজার্ভ ডে বলে গণ্য হবে। তারপর ধরা হবে বিরতি। এভাবেই ২ দিন পরপর খেলা। আগামীকাল ১৭ এপ্রিল শুরু ঢাকার প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগ। রবিন লিগের মতোই প্রতিদিন তিনটি পৃথক মাঠে তিনটি করে ম্যাচ।

বৃহস্পতিবার সুপার লিগের প্রথম দিন ঢাকা মোহামেডান খেলবে ৬ নম্বর হয়ে সেরা ছয়ে উঠে আসা লিজেন্ডস অব রূপগঞ্জের বিরুদ্ধে। বিকেএসপি ৩ নম্বর মাঠে দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর লড়াই হবে এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগে বেশ ভালো খেলে পঞ্চম স্থান পেয়ে সুপার লিগে জায়গা করে নেওয়া অগ্রণী ব্যাংকের সাথে। অন্যদিকে গাজী গ্রুপের সাথে বিকেএসপি ৪ নম্বর মাঠে মোকাবিলা করবে প্রথম লিগে চমক দেখিয়ে চতুর্থ স্থান পাওয়া গুলশান ক্রিকেট ক্লাব।

১৮ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে মোহামেডান। পয়েন্টে সমান হলেও মোহামেডানের কাছে হেরে হেড টু হেডে আবাহনী দুই নম্বরে। তিন নম্বরে গাজী গ্রুপ (১৬ পয়েন্ট)। চতুর্থ তারুণ্যের প্রতীক গুলশান ক্রিকেট ক্লাব (১৫ পয়েন্ট)। ১৪ পয়েন্ট পেয়ে অগ্রণী ব্যাংক পঞ্চম এবং ১৩ পয়েন্ট নিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ ষষ্ঠ।

সে হিসেবে মোহামেডান আর আবাহনী আছে সুবিধাজনক অবস্থানে। কিন্তু সুপার লিগে সাদা-কালো ও আকাশি-হলুদদের সে মজবুত অবস্থান থাকবে কিনা, সন্দেহ। কারণ জিম্বাবুয়ের সাথে টেস্ট সিরিজের কারণে মোহামেডান, আবাহনী, অগ্রণী ব্যাংক ও লিজেন্ডস অব রূপগঞ্জ-এই চার দল সুপার লিগে পুরো শক্তিতে মাঠে নামতে পারছে না।

মোহামেডানের সর্বোচ্চ ৪ জন (মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহিদুল ইসলাম অঙ্কন ও তাইজুল ইসলাম), আবাহনীর ৩ জন (নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও নাহিদ রানা), লিজেন্ডস অব রূপগঞ্জের (মাহমুদুল হাসান জয় ও জাকের আলী অনিক) এবং অগ্রণী ব্যাংকের দুজন (সাদমান ইসলাম ও নাইম হাসান) ক্রিকেটার টেস্ট দলে ডাক পেয়ে সুপার লিগের বাইরে চলে গেছেন।

আবাহনীতে অনূর্ধ্ব-১৯ দলের কয়েকজন বাড়তি পারফরমার আছে। কাজেই শান্ত ও মুমিনুলের ঘাটতি পূরণ করা সম্ভব না হলেও অন্তত ব্যাকআপ পারফরমার আছেন কয়েকজন তরুণ। লিজেন্ডস অব রূপগঞ্জ জাকের আলী অনিককে মিস করবে। একইভাবে অগ্রণী ব্যাংকও তাদের এক নম্বর ওপেনার সাদমান ইসলামের অভাব বোধ করবে।

সুপার লিগে উঠে আসা দুই দল গাজী গ্রুপ ও গুলশানের শক্তি অপরিবর্তিত আছে। তাদের কোনো ক্রিকেটার ডাক পাননি টেস্ট দলে। কাজেই গাজী গ্রুপ ও গুলশান ক্রিকেটার্স সুপার লিগে মাঠে নামবে পূর্ণ শক্তিতে। যদিও গুলশানের নির্ভরযোগ্য মিডল অর্ডার ইফতিখার ইফতি হাতে ব্যথা পেয়ে মাঠের বাইরে। তার সুপার লিগ খেলার সম্ভাবনা খুব কম।

সব মিলিয়ে দেখা যাচ্ছে এনামুল হক বিজয়ের গাজী গ্রুপ বেশ ভালো অবস্থান থেকে সুপার লিগ শুরু করতে পারবে। এনামুল হক বিজয়ের দলটির পয়েন্ট ১৬। পয়েন্ট টেবিলে তারা তিন নম্বরে; মানে মোহামেডান আর আবাহনীর ঠিক পিছনে।

অনেকেরই মতে-মোহামেডান নয়, সব মিলে সুপার লিগে আবাহনীর সাথে গাজী গ্রুপের তুমুল লড়াই হবার সম্ভাবনা বেশি। নানা কারণে ৬-৭ জন অপরিহার্য ক্রিকেটার ও খুব ভালো কয়েকজন পারফরমার ছাড়া মাঠে নেমে মোহামেডান কক্ষপথে থাকতে পারবে কিনা, সন্দেহ। সেক্ষেত্রে আবাহনী আর গাজী গ্রুপের মধ্যেই হয়তো মূল লড়াই সীমাবদ্ধ হয়ে যেতে পারে।

এআরবি/এমএমআর/জিকেএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews