সাত মাস আগে কোরিয়ার বুসান এশিয়ান ফিল্ম স্কুলে পড়াশোনা করতে গিয়েছিলেন অভিনেতা মনোজ প্রামাণিক। সেই সময়ে শেষ অভিনয় করেছিলেন অভিনেত্রী তাসনুভা তিশার সঙ্গে। এদিকে ৭ মাস পর দেশে ফিরে কাকতালীয়ভাবে তাঁদের দেখা হয়ে গেল শুটিং সেটে। এ ঘটনায় বেশ অবাক হয়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। এ সময় লাইভে এসে জমিয়ে আড্ডা দেন এই তারকারা।
বেশ আগে থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাসনুভা তিশা ও মনোজের। একে অন্যকে তাঁরা ‘তুই’ বলে সম্বোধন করেন। লাইভে এসে তাসনুভা তিশা বলেন, ‘আজ আনন্দের দিন মনে হচ্ছে। মনোজ বাংলাদেশে এসেছে। শুটিং সেটে এসেই দেখা। আমি জানতামই না সে দেশে এসেছে। এটা সারপ্রাইজিং ছিল। যে কারণে মনে হলো আমরা একটা ফেসবুক লাইভ করি।’