বন্দরের স্থাপনা বিদেশিদের না দেওয়ার দাবিতে লাল পতাকা নিয়ে মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রামের নেতারা। বুধবার নগরীর প্রবর্তক মোড় এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
টিইউসি চট্টগ্রাম জেলা সভাপতি তপন দত্ত বলেন, লালদিয়া চর ও পানগাঁও টার্মিনালের চুক্তিতে কি আছে এদেশের মানুষ জানে না। গোপনে চুক্তি করা হয়েছে।
তিনি বলেন, এই দুটি চুক্তি বাতিলের পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের কাছে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার যে পাঁয়তারা চলছে, তা বন্ধ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হবে। দাবি আদায়ে নগরীর সাগরিকা এলাকায় আগামী শুক্রবারের পূর্ব ঘোষিত শ্রমিক-জনতার সমাবেশ সফল করার আহ্বান জানান তিনি।
টিইউসি যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের সঞ্চালনায় সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বন্দর জাতীয়তাবাদী শ্রমিক নেতা ইব্রাহিম খোকন, শামসুর রহমান স্বপন ও মো. সেলিম উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন টিইউসি নেতা ফজলুল কবির মিন্টু, সুকান্ত দত্ত, আবদুর রহিম প্রমুখ।
বিডি-প্রতিদিন/তানিয়া