ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে চলমান ব্যাপক বিক্ষোভ দমনে কঠোর অভিযানের প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্যের এই দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে।
মানবাধিকার সংগঠনগুলোর তথ্য মতে, ইরানে চলমান গণ-বিক্ষোভ দমনে কয়েক হাজার মানুষ নিহত ও গ্রেফতার হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক অবস্থান করেন।
বুধবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানায়, ‘বর্তমানে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের (শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটক) যে কোনো উপলব্ধ পরিবহন ব্যবস্থার মাধ্যমে দ্রুত ইরান ত্যাগ করার পরামর্শ দেয়া হচ্ছে।’
ইরানের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
সূত্র : বাসস