ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টের টিকিট দিয়েছে। ‘সি’ গ্রুপে স্কটল্যান্ড এখন ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলবে।

এর আগে এই ‘সি’ গ্রুপেই ছিল বাংলাদেশ। বিশ্বকাপের মতো বড় আসরে বাংলাদেশের অনুপস্থিতিকে দুঃখজনক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছে ক্রিকেটারদের বৈশ্বিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)।

শনিবার (২৪ জানুয়ারি) ডব্লিউসিএর প্রধান নির্বাহী কর্মকর্তা টম মোফাতের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে একটি গুরুত্বপূর্ণ ক্রিকেটিং জাতির অনুপস্থিতি আমাদের খেলাধুলার জন্য, বাংলাদেশের খেলোয়াড় ও সমর্থকদের জন্য অত্যন্ত দুঃখজনক। ক্রিকেট তখনই তার সর্বোচ্চ রূপে পৌঁছায়, যখন প্রতিটি দল ও খেলোয়াড়কে সম্মানের সঙ্গে বিবেচনা করা হয়, ধারাবাহিক সমর্থন দেওয়া হয় এবং ন্যায্য শর্তে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা হয়।’

বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে কিছু উদ্বেগজনক প্রবণতা দেখা যাচ্ছে। এর মধ্যে চুক্তি লঙ্ঘন, অধিকার ক্ষুণ্ন হওয়া এবং খেলোয়াড় ও তাদের প্রতিনিধিদের সঙ্গে অর্থবহ আলোচনা না থাকার বিষয়টি উল্লেখযোগ্য। এসব বিষয় খেলোয়াড়দের প্রতি উদাসীন মনোভাবের প্রতিফলন, যা ক্রিকেটের জন্য গ্রহণযোগ্য নয়।

ডব্লিউসিএ মনে করে, এসব সমস্যা অব্যাহতভাবে উপেক্ষিত হলে তা ক্রিকেটে আস্থা ও ঐক্যকে ক্ষতিগ্রস্ত করবে এবং দীর্ঘমেয়াদে খেলাটির ভবিষ্যৎকে দুর্বল করে দেবে।

ক্রিকেট নেতাদের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, বিভাজন বা বর্জনের নীতি পরিহার করে গভর্নিং বডি, লিগ এবং খেলোয়াড়সহ সব অংশীজনকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। খেলাটিকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ রাখার মধ্য দিয়েই ক্রিকেটের দীর্ঘমেয়াদি সাফল্য ও সুস্থতা নিশ্চিত করা সম্ভব।

বিডি প্রতিদিন/মুসা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews