এর মাধ্যমে নিজেদের মতো করে এসব তথ্য খোঁজার বদলে হোয়াটসঅ্যাপের সুরক্ষা ও নিরাপত্তা ফিচার সম্পর্কে নোটিফিকেশন পাবেন ব্যবহারকারীরা।

নতুন এক অফিসিয়াল চ্যাটিং থ্রেডের মাধ্যমে স্ক্যাম ঠেকাতে ব্যবহারকারীদের সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক মেসেজ পাঠানো শুরু করবে হোয়াটসঅ্যাপ।

মেটা মালিকানাধীন প্ল্যাটফর্মটি বলেছে, হোয়াটসঅ্যাপ থেকেই নিজেদের চ্যাটিংয়ের তালিকায় একটি মেসেজ দেখতে পাবেন ব্যবহারকারীরা, যা একমুখী আলাপচারিতার মাধ্যমে শুরু করবে প্লাটফর্মটি এবং এখানেই ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ধরনের আপডেট থাকবে।

শুরুতে যুক্তরাজ্য ও ইউরোপের সকল ব্যবহারকারী এ বিশেষ মেসেজ পাবেন। তবে তারা চাইলে এ অপশনটি বন্ধ রাখতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

ব্যবহারকারীদের জন্য অ্যাপে চালু হওয়া নতুন সব ফিচার সম্পর্কে তথ্য এ অফিসিয়াল চ্যাটিংয়ে পাঠাবে হোয়াটসঅ্যাপ। পাশাপাশি গোলমেলে মেসেজ ও বিভিন্ন স্ক্যাম কীভাবে শনাক্ত করা যায় সে সম্পর্কেও প্রাইভেসি সেটিংস সামঞ্জস্য করার টিপস দেবে প্লাটফর্মটি।

মেটা বলেছে, এর মানে হচ্ছে নিজেদের মতো করে এসব তথ্য খোঁজার বদলে হোয়াটসঅ্যাপের সুরক্ষা ও নিরাপত্তা সম্পর্কে নোটিফিকেশন পাবেন ব্যবহারকারীরা।

যুক্তরাজ্য ও ইউরোপের ব্যবহারকারীরা মঙ্গলবার থেকে নতুন এই চ্যাটিংয়ের প্রথম মেসেজ দেখতে পাবেন বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি।

যুক্তরাজ্যে অনলাইন নিরাপত্তা আইন কার্যকর হতে শুরু করার পর স্ক্যাম ও জালিয়াতি’সহ বিস্তৃত পরিসরে ব্যবহারকারীদের জন্য অনলাইন নিরাপত্তা উন্নত করার দিকে মনোযোগ বাড়াতে হোয়াটসঅ্যাপ এমন উদ্যোগ নিল বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।

এর আগে, বেশ কয়েকটি সংগঠনের পরিসংখ্যান ও গবেষণায় উঠে এসেছে, গ্রাহক ও বিভিন্ন কোম্পানির ওপর প্রভাব ফেলছে এমন অনলাইন স্ক্যামের সংখ্যা বর্তমানে বেড়েছে।

এ মাসের শুরুতে স্ক্যাম ঠেকানোর পরিষেবা ‘সিফাস’ বলেছে, গত বছর এ নিয়ে তাদের ডেটাবেইসে বিভিন্ন কোম্পানির রেকর্ড সংখ্যক মামলা দায়েরের বিষয়টি লক্ষ্য করেছে তারা।

মার্চ মাসে প্রকাশ পাওয়া ‘অ্যাকশন ফ্রড’-এর পরিসংখ্যানে উঠে এসেছে, গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ইমেল অ্যাকাউন্ট হ্যাকিং বিষয়ে রিপোর্টের সংখ্যা বেড়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews