বাংলাদেশ জাতীয় দলের জার্সিটা গায়ে চাপানো হয়নি, তবে বাংলাদেশ ফুটবলের সাথেই মিশে যাচ্ছেন কিউবা মিচেল। ইউরোপ ছেড়ে আসছেন বাংলাদেশের ক্লাবে, খেলবেন বসুন্ধরা কিংসের হয়ে।
ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলা কিউবা মিচেলকে দলে ভেড়াল বসুন্ধরা কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগের নিবন্ধনের শেষ দিনে তাকে দলভুক্ত করে চমকে দিয়েছে বসুন্ধরা।
খবরটা নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। জানিয়েছেন, তিন মৌসুমের জন্য মিচেলের সাথে চুক্তি করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা।
১৯ বছর বয়সী এই মিডফিল্ডার বর্তমানে ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলছেন। এর আগে একই ক্লাবের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ২৫ ম্যাচ খেলেন তিনি।
এর মাঝে হামজা-সামিত সোমদের পর বাংলাদেশের হয়ে খেলার জন্য ডাক পান তিনি। গত জুনে বাংলাদেশের পাসপোর্টও হাতে পান মিচেল। তবে এখন ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদনের অপেক্ষায় তিনি।
সেই ধাপ শেষ হলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তার। তবে তার আগেই দেশের ফুটবলে থিতু হচ্ছে ক্লাব ফুটবলের হাত ধরে। যদিও কোন প্রক্রিয়ায় তিনি আসছেন তা জানা যায়নি।
এ ছাড়া ২০২৫-২৬ মৌসুমের জন্য কোচ হিসেবে ব্রাজিলের সের্জিও ফারিয়াসের সাথেও চুক্তি করেছে কিংস। যিনি সামলেছেন ব্রাজিল অনুর্ধ্ব ১৭ দলের দায়িত্বও।