প্রতি বছর অন্তত দুটি এল ক্লাসিকো তো হয়ই। সেটা লা লিগায়। কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ যোগ হলে তা আরও বাড়ে। এই করে করে প্রথম দেখা থেকে শুরু করে গত ১২৩ বছরের মধ্যে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা অফিশিয়াল ম্যাচে মুখোমুখি হয়েছে মোট ২৫৯ বার। এত এত বেশি বার মুখোমুখি হওয়ায় রিয়াল–বার্সা ম্যাচে গোলবন্যাও অনেকবারই হওয়ার কথা।
তবে এমনটা যাঁরা ভাবছেন, তাঁরা পুরোপুরি সঠিক নন। বরং প্রবল প্রতিদ্বন্দ্বিতা হয় বলে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মুখোমুখি লড়াইয়ে গোল সচরাচর কমই হয়। যে অল্প কিছু ম্যাচে একের পর এক গোল দেখা গেছে, তার মধ্যে গতকাল রাতের স্প্যানিশ সুপার কাপ ফাইনাল একটি (৫–২)। আর যদি শুধু শিরোপা নির্ধারণী ম্যাচ বিবেচনায় নেওয়া হয়, তাহলে ৭ গোলের এল ক্লাসিকো ফাইনাল দেখা গেল এই প্রথম।